ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১০:০০ এএম

রমজানের শেষ দশকে বিশেষ এ সময়ের কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে পবিত্র আল আকসা মসজিদে ইবাদত-বন্দেগির জন্য উপস্থিত হন লাখো মানুষ। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।

আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ট্রাস্টের তথ্য অনুযায়ী, বুধবার রাতে সেখানে নামাজ আদায় করেছে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকাসহ দূর-দুরান্ত থেকে আসেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর হেনস্তা থেকে রেহাই মেলেনি এবারও। মসজিদে প্রবেশের আগে একের পর এক চেক পয়েন্ট। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তল্লাশির কবলে সাধারণ মুসল্লিরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গেট পার হতে হয়ে যায় বিকেল।

পশ্চিম তীরের বাসিন্দা জাকিয়েহ আওয়াদ বলছেন, চেক পয়েন্টে ভীষণ ভোগান্তি হয়েছে। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঢোকার সুযোগ পেয়েছি। অনেক গেট বন্ধ করে রেখেছে। যখন আল আকসায় প্রবেশের অনুমতি পেলাম, কি যে আনন্দ হয়েছে! কেঁদে ফেলেছিলাম।

অবশেষে প্রিয় মসজিদে প্রবেশ। তারাবিহ’সহ সারারাত ইবাদত বন্দেগি। মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পন। গাজাবাসীর মুক্তি চেয়ে ইবাদাতকারীরা বিশেষ দোয়া করেন।

প্রতিবারের মতো চলতি রমজানের আগেও পবিত্র আল আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলিরা। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।

পাঠকের মতামত

মায়ানমারের রাখাইনে জোরালো হচ্ছে দুর্ভিক্ষের আশঙ্কা

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, ...

এবার গাজার পাশে দাঁড়াল চীন, জাতিসংঘে বললো: ‘গাজা শুধু ফিলিস্তিনিদের!’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেশন-এ বক্তব্য রাখেন চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু কং। তিনি শক্তিশালীভাবে বলেন, ...

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির

মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় ...

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে ...