বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ৯:৩১ এএম

রাইজিংবিডি.কম::
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।

মূলত, গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। এতে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। এসব ছবি ও ভিডিওকে কেন্দ্র করে পরীমনি-রাজের দাম্পত্য কলহ এখন চরমে।

রাজ-পরীমণি এখন আর একই বাসায় থাকেন না। এরই মধ্যে পরীমণির একটি ফেসবুক স্ট্যাটাস আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে পোস্টটি করেন এই অভিনেত্রী।

নিজের কয়েকটি ছবি পোস্ট করে পরীমণি লিখেন— ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে; যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’

পোস্টটি করার পর নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে। ৩ ঘণ্টায় এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৪০ হাজার। তবে কমেন্ট সেকশন বন্ধ থাকায় নেটিজেনদের মন্তব্য জানা যায়নি।

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...