প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৯:৩৯ পিএম

6e22578ba9b234b24a54b633abc06092-57e127bfc53cbউখিয়া নিউজ ডেস্ক::

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বিভিন্ন বিভাগের ১৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিগত দুই সেমিস্টারে অনুপস্থিত রয়েছেন এমন শিক্ষার্থীদের একটি তালিকা ইতোমধ্যে সীতাকুণ্ড থানায় পাঠানো হয়েছে বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, বারবার তাগাদা দেওয়ার পরও এসব অনুপস্থিত শিক্ষার্থীরা কারও সঙ্গে কোনও যোগাযোগ করেননি। শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ মেনে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে তালিকা জমা দেওয়ার পাশাপাশি এসব অনুপস্থিত শিক্ষার্থীদের ভর্তি বাতিল করার চিন্তাও করছে।
আইআইইউসি -এর রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব.) নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ মেনে আমরা অনুপস্থিত ১৭০ জন শিক্ষার্থীর একটি তালিকা তৈরি করেছি। এসব শিক্ষার্থীরা গত দুই সেমিস্টার যাবৎ বিভাগে অনুপস্থিত রয়েছে। তাদের ঠিকানায় বারবার তাগাদা দেওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।’ এই তালিকা সীতাকুণ্ড থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১৭০ জন অনুপস্থিত শিক্ষার্থীর একটি তালিকা পেয়েছি। তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট বিভিন্ন থানায় এসব তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তালিকায় থাকা কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।’

উল্লেখ্য, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তখন মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে দশদিনের বেশি অনুপস্থিত রয়েছে এমন শিক্ষার্থীদের তালিকা তৈরি করার জন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করে।সুত্র: বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

উখিয়ার নিদানিয়ায় ত্রাসের রাজত্ব: ‘ডাকাত ভুট্টো’র দাপটে আতঙ্কিত জনপদ

উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের ...

বাতিল হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা জানালেন ডিজি

প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ...

জামায়াত নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় ...

বিরোধী নেতাকে ‘রোহিঙ্গা’ প্রার্থী বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৮ ...

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...