প্রকাশিত: ২০/০৭/২০১৭ ২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ পিএম

মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরে আটক হয়েছেন।

অধিকার এর পরিচালক নাসির উদ্দিন এলানের বরাত দিয়ে বিবিসি এমন খবর জানিয়েছে।

তবে এলান যুগান্তরকে জানান, আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক হয়েছেন বিষয়টি এমন নয়, বরং দেশটির বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা প্রদান করেছে।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আদিলুর রহমানকে মালয়েশিয়ায় আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অধিকার সম্পাদক মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন।

নাসির উদ্দিন এলান যুগান্তরকে এ বিষয়ে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দেশটির ইমিগ্রেশন পুলিশ বিমান বন্দরের একটি কক্ষে নিয়ে আদিলুর রহমানকে বসিয়ে রাখেন।তাকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা প্রধান করা হয়। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা কুয়ালালামপুর বিমানবন্দরে গেছেন।

তিনি জানান, সেখানে তারা আদিলুর রহমানকে অনুষ্ঠানস্থলে যেতে দেশটির কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

তবে আদিলুর রহমানকে আটক করা হয়েছে এমন খবর প্রত্যাখান করেছেন অধিকার পরিচালক নাসির উদ্দিন এলান।

পাঠকের মতামত

তারেকের পক্ষে নিহত তানজিমের বাড়ি যাচ্ছেন ৭ সাবেক সেনা কর্মকর্তা

কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ...

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরর সদস্যকে আটক করল বিজিবি

অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ...