প্রকাশিত: ২০/০৭/২০১৭ ২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ পিএম

মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরে আটক হয়েছেন।

অধিকার এর পরিচালক নাসির উদ্দিন এলানের বরাত দিয়ে বিবিসি এমন খবর জানিয়েছে।

তবে এলান যুগান্তরকে জানান, আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক হয়েছেন বিষয়টি এমন নয়, বরং দেশটির বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা প্রদান করেছে।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আদিলুর রহমানকে মালয়েশিয়ায় আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অধিকার সম্পাদক মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন।

নাসির উদ্দিন এলান যুগান্তরকে এ বিষয়ে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দেশটির ইমিগ্রেশন পুলিশ বিমান বন্দরের একটি কক্ষে নিয়ে আদিলুর রহমানকে বসিয়ে রাখেন।তাকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা প্রধান করা হয়। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা কুয়ালালামপুর বিমানবন্দরে গেছেন।

তিনি জানান, সেখানে তারা আদিলুর রহমানকে অনুষ্ঠানস্থলে যেতে দেশটির কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

তবে আদিলুর রহমানকে আটক করা হয়েছে এমন খবর প্রত্যাখান করেছেন অধিকার পরিচালক নাসির উদ্দিন এলান।

পাঠকের মতামত

বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এরই মধ্যে হাইকমান্ড ...