ঢাকা: রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি পর সেখানে অভিযান শুরু হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এ অভিযান চালাচ্ছেন। এর সাথে যুক্ত হয়েছে সোয়াদ বাহিনী।
শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের পাঁচ কন্সটেবল আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া একজন নারী আহত হয়েছেন।
এ ঘটনার পর তিনজনকে আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যেতে দেখা গেছে। এর মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীও রয়েছেন। ধারণা করা হচ্ছে এটি একটি জঙ্গি আস্তানা। পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। যে বাড়তে এ সন্ত্রাসীরা অবস্থান করে, ওই বাড়ির মালিকের নাম কায়সার।