ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১০:১৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৯৮ আসনে এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রেখেছে দলটি। মনোনয়নপ্রাপ্তিতে পুরুষরা এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনের জন্য দলটির সভাপতি শেখ হাসিনাসহ মোট ২৪ নারী প্রার্থীকে মনোনয়ন পেয়েছেন, যা মোট প্রার্থীর ৮ দশমিক ০৫ শতাংশ।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

মনোনয়ন পাওয়া নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), শিরীন শারমিন চৌধুরী (রংপুর-১), আফরুজা বারী (গাইবান্ধা-১), মাহবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), মোছা. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), সুলতানা নাদিরা (বরগুনা-২), শাম্মী আহমেদ (বরিশাল-৪), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিরা নূর (কিশোরগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সানজিদা খাতুন (ঢাকা-৪), রুমানা আলী (গাজীপুর-৩), সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), মেহের আফরোজ (গাজীপুর-৫), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), সেলিমা আহমাদ (কুমিল্লা-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩) এবং শাহীন আক্তার (কক্সবাজার-৪)।

পাঠকের মতামত

বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এরই মধ্যে হাইকমান্ড ...

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ...

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ ...

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট করছে। আগুনের ...