
রাজধানীর পান্থপথে ঘিরে রাখা ওলিও হোটেলে এক জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হোটেলটিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত ও সিআইডির ক্রাইম সিন ইউনিট সদস্যরা অভিযান শুরু করে। এরপরই বিস্ফোরণ ও গোলগুলির শব্দ পাওয়া যায়। হোটেলটির ৩০১ নম্বর কক্ষে নিহত ওই ‘জঙ্গির’ মরদেহ পড়ে আছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বিস্ফোরণে হোটেলটির সামনের অংশের দেয়াল ধসে পড়ে। ওই সময় ইটের টুকরো মাথায় পড়ে ওই ব্যক্তি আহত হন। তিনি ব্যাংকের বুথে টাকা তুলতে যাচ্ছিলেন। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখানে চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন আগস্ট বাইট’। জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়া যাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ভবনটিতে জঙ্গি রয়েছে এমন সন্দেহে হোটেলটিকে মঙ্গলাব ভোর থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মতামত