প্রকাশিত: ১০/০১/২০১৭ ১১:১০ পিএম , আপডেট: ১০/০১/২০১৭ ১১:২৩ পিএম
দুর্গম পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধারের পর এসব অস্ত্র আজ মঙ্গলবার গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়।
দুর্গম পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধারের পর এসব অস্ত্র আজ মঙ্গলবার গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়।

সরওয়ার আলম শাহীন/ ওবাইদুল হক চৌধুরী, সীমান্ত থেকে ফিরে::

কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের শালবন আনসার ক্যাম্পে গত বছর ‍লুট হওয়া অস্ত্র উদ্ধারে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের নতুন পাড়া নামক পাহাড়ঘেরা গহীন অরন্যে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে।এ অভিযান আরো ২ দিন চলার কথা উল্লেখ করে র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা পাহাড়ি অঞ্চলের গহীন অরণ্যে সম্ভাব্য দুটি পাহাড় ঘিরে রেখেছে। এর আগে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে সোমবার রাতে অস্ত্র ও গুলিসহ আটক দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে নিয়ে নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে হাসান আহামদ নামের আরো এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে র‌্যাব সদস্যরা।আটককৃতদের দেওয়া তথ্য অনুয়ারী র‌্যাব সদস্যরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঈক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নতুন পাড়া নামক গহীন অরণ্য থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।এ সময় টেকনাফের আনসার ক্যাম্প থেকে ‍লুট হওয়া পাঁচটি অস্ত্রসহ মোট ১০টি অস্ত্র ও ১৮৯ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।এসময় র‌্যাবের ডিজি বেনজির আহমেদ ও আনসারের ডিজি মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক র‌্যাব,

গভীর জঙ্গলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করতেছে র‌্যাব

পুলিশ, সাংবাদিক ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।পরে ঘটনাস্থলেই প্রেস ব্রিফিং করেন বেনজির আহমেদ ও মিজানুর রহমান। প্রেস ব্রিফ্রিং এ র‌্যাবের মহাপরিচালক বলেন,গত বছরের ১২ মে আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে,তখন অনসার ক্যাম্প থেকে ১১ টি অস্ত্র লুট করে সন্ত্রাসীরা,গত বছর জুন মাসে ৫ জনকে গ্রেফতার করে র‌্যাব।সেই থেকে আমাদের অভিযান অব্যাহত ছিল,তারই ফলশ্রুতিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ৫ অস্ত্র সহ আরো ৫ টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করতে সঙ্গম হয়।সেখানে আরও দুদিন অভিযান অব্যাহত থাকবে। পাহাড়ি অঞ্চলের গভীর অরন্যের সম্ভাব্য দুটি পাহাড় ঘিরে রেখেছে র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। এদিকে সোমবার রাত ১০ টার দিকে র‌্যাবের একটি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে। তাদের বিরুদ্ধে টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।আটককৃতরা হলেন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক খাইরুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই হাসান আহামদ নামক আরো এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে র‌্যাব। গত বছরের ১২ মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে সশস্ত্র হামলা চালায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত। এ সময় হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যারাকের দায়িত্বরত আনসার কমান্ডার পিসি আলী হোসেন। হামলাকারীরা লুট করে নিয়ে যায় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি। ইতিপূর্বে আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় গত বছরের ৩০ জুন ভোর রাত আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে র‌্যাব-৭ এর একটি টীম অভিযান চালিয়ে ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করে।সে সময় আটককৃত মধ্যে রয়েছে টেকনাফ মুছনী শরনার্থী ক্যাম্পের মৃত জালাল আহম্মদের ছেলে মোঃ রফিক (৩০),একই ক্যাম্পের মৃত বাঁচা আলীর ছেলে আবদুর রাজ্জাক (২৫), তার ভাই আবদুর সালাম (২৯) মৃত ফজল আহম্মদের ছেলে মোঃ হারুন (৩০) ও মৃত আমির হামজার ছেলে জয়নাল ওরফে জানে আলম (৫০)।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...