প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৭:০৫ পিএম , আপডেট: ২৫/০৩/২০২০ ৭:০৫ পিএম

কক্সবাজারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ৭০ বছর বয়সী বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতির হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান।

আজ বুধবার আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন। তিনি জানান, কক্সবাজারের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে সুস্থ করে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত চিকিৎসায় তার সর্দি, জ্বর ও কাশি কমেছে। ডায়রিয়া নিয়ন্ত্রণে না এলেও চিকিৎসা অব্যাহত রয়েছে। করোনায় স্বাস্থ্যগত উন্নতির যে স্তর, তাতে ওই বৃদ্ধা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘কক্সবাজারের যে নারী প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, তিনি সৌদি আরব থেকে ফিরেছেন। তার স্বাস্থ্যের নিয়মিত খোঁজ রাখছি। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘করোনা নিয়ে সর্বস্তরের লোকজনকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ি থেকে হবেন না। দরিদ্র পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং টাকা বাড়ি পৌঁছে দেওয়া হবে।’

প্রসঙ্গত, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার ওই বৃদ্ধা গত ১৩ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন। অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার সকালে সেই রিপোর্ট হাতে পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পরপরই ওই নারীকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

একই সঙ্গে গতকাল থেকেই ওই নারীর গ্রামের বাড়ি ও পাশে এলাকা লকডাউন করা হয়েছে। ওই নারী সৌদি আরব থেকে এসে চট্টগ্রামের যে বাড়িটিতে ছিলেন ওই বাড়িটিও লকডাউন করা হয়। সুত্র, আমাদের সময়

পাঠকের মতামত

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...