প্রকাশিত: ১৬/০১/২০২০ ৪:২৬ পিএম , আপডেট: ১৬/০১/২০২০ ৪:৩০ পিএম

সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::

রোহিঙ্গা ক্যাম্পের চারিপাশে কাটাঁতারের বেড়া র্নিমানের ক্ষেত্রে স্থানীয় জনগনের সুবিধা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন,সবার আগে স্থানীয় জনগনের স্বার্থ ও সুবিধা অসুবিধা দেখা হবে। বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে কর্মকর্তাদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। এর আগে বেলা ১২ টার দিকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহামদ আহামদ কুতুপালং ক্যাম্পের পাশে নির্মান করা হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় সেনা প্রধান জেনারেল আজিজ আহামদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রোহিঙ্গা শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার,কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রসাশক সরোয়ার কামাল,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সেনা প্রধানের সাথে ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সহ সেনাবাহিনীর কর্মকর্তাসহ প্রসাশনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।
উখিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান,বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সেনা প্রধান জেনারেল আজিজ কুতুপালং ক্যাম্পে পাশের হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন। পরে উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর্মি কো অডিনেশন কর্মকর্তাদের উদ্যেশ্যে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন। এ সময় তিনি ক্যাম্পে কাটাতারের বেড়া নির্মানে স্থানীয় জনগনের সুবিধা অসুবিধা বিবেচনা করার জন্য কর্মকর্তাদেও নিদর্শেনা দেয়। তিনি বলেন,স্থানীয় জনগনের সমস্যা সবার আগে দেখতে হবে। তাদের স্বার্থ আগে,তারপর অন্যকিছু। বেলা দেড়টার দিকে সেনাপ্রধান উখিয়া ত্যাগ করেন।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...