প্রকাশিত: ২২/১১/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তার ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম বাবুল কতৃক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তার এবং পুরুষ উদ্যোক্তা মোঃ ইসমাইল সুষ্ট বিচারের দাবি যৌথ স্বাক্ষরিত লিখিত অভিযোগ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছেন।

২১ নভেম্বর হামলার শিকার মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তার এবং পুরুষ উদ্যোক্তা মোঃ ইসমাইল জানান, হ্নীলা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের উচ্ছেদ, প্রতিরোধ কমিটি ও আশ্রয় দাতাদের তালিকা তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে তালিকা কম্পোজ করার জন্য ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দেয়া হলে তাঁরা কম্পোজ করে দেন। কাজ শেষ করে বাড়ি গেলে ১৬ নভেম্বর বিকালে ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম বাবুল হ্নীলা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তারের বাড়িতে গিয়ে হামলা চালান। বিষয়টি ইউনিয়ন পরিষদের এবং এতে কোন আপত্তি থাকলে পরিষদে আসার জন্য বুঝানো হলেও লোক সমাগম এবং মারধর করে চলে যান। তাছাড়া উক্ত মেম্বার এলাকার বখাটে ছেলেদের মহিলা উদ্যোক্তা কোহিনুর আক্তারের পেছনে লেলিয়ে দিয়ে সরকারী ডিজিটাল সেন্টার ভেঙ্গে গুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...