প্রকাশিত: ২৫/০২/২০২০ ৭:৩২ পিএম

বার্তা পরিবেশক::
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে ২৩ ফেব্রুয়ারী স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৭টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তম্মধ্যে ৫ম শ্রেণীর শাহরিয়ার আলম ১২৯ ভোট, ৩য় শ্রেণীর হাসনা হেনা সাইমা ১১৮ ভোট, ৪র্থ শ্রেণীর রোকেয়া আক্তার ১০৭ ভোট, ৪র্থ শ্রেণীর ফাহিমা ওমর জুই ৯৩ ভোট, ৫ম শ্রেণীর নুর কিয়াছ ৯২ ভোট, ৩য় শ্রেণীর মাহিন আলম ৭৬ ভোট, ৪র্থ শ্রেণীর মোঃ রায়হান ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোট ১৭২ জন শিক্ষার্থী ভোটার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে প্রত্যেকে ৭টি করে ভোটাধিকার প্রয়োগ করেন। স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশণার ৫ম শ্রেণীর নাছিমা আক্তার, সহকারি নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর মোঃ আলম। প্রধান শিক্ষক মোঃ রফিক ও পরিচালনা কমিটির সার্বিক তদারকিতে সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন বিএন হাই স্কুলের সহকারী শিক্ষক নিশি কান্ত বর্ম্মন, আয়াছ উদ্দিন কাজল, অফিস জয়নাল আবেদিন। বিকাল সাড়ে ৫টায় ভোট গণণা শেষে প্রধান শিক্ষক মোঃ রফিক উক্ত তথ্য নিশ্চিত করেছেন। এতে অন্যান্যদের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হোসেন, আব্বাস উদ্দিন । গর্ভন বড়ির সদস্য আব্দুর রহমান প্যানেল চেয়ারম্যান, শাহ আলম ছৈয়দ আহমদ, নাজির হোসেন মেম্বার, সেন্টমার্টিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলম, সেন্টমার্টিন স্প্রীডবোট ও লাইফবোট মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ওমর ছিদ্দিক, জাগির হোসেন খান,ফেরদাউস অভি,মোঃ আমিন প্রমুখ।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...