প্রকাশিত: ১৬/০১/২০২১ ৯:৫০ এএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলের ছড়া মুসলিম বৌদ্ধ সম্প্রীতি মিলনমেলা-২০২১ সম্পন্ন হয়েছে। মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হচ্ছে উখিয়া উপজেলা। এ উপজেলায় যেভাবে মুসলিম বৌদ্ধ,হিন্দু,খ্রিষ্টান এক হয়ে বিভিন্ন মিলনমেলার আয়োজন করে থাকে তা অন্য উপজেলায় রয়েছে কিনা আমার জানা নেই। সব ধর্মের মানুষ এখন যেভাবে একে অপরের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে আগামীতেও এ ধারা অব্যাহত রেখে উখিয়াকে এগিয়ে নিতে হবে। কারন সবাই একসাথে কাজ করলে অনেককিছু করা সম্ভব।

শুত্রুবার রাতে শীলেরছড়ার অনুষ্টিত উক্ত মিলনমেলায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হক।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কন্ট্রাকটর ফরিদুল আলম,উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন,জেলা কৃষকলীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, রাজাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার খুরশিদা বেগম, , সার্বিক সহযোগিতায় করছেন বিশিষ্ট সমাজ সেবক জনাব কন্ট্রাকটর মুফিজ সহ অসংখ্য মুসলিম ও বৌদ্ধ যুব পরিষদ।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...