প্রকাশিত: ২৬/১১/২০২০ ৮:৪৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই কক্সবাজারসহ সারাদেশের এতো উন্নয়ন হচ্ছে। বিশেষ করে এই পর্যটন নগরী তথা পৌর এলাকায় যেসব কাজ চলমান রয়েছে সেগুলো দৃশ্যমান হলে বিশ্বের অন্যতম আকর্ষনীয় পর্যটন স্পটে রূপান্তরিত হবে কক্সবাজার। তাই চলমান উন্নয়ন প্রকল্পগুলো শিগগিরই বাস্তবায়নের উপর গুরুত্বারূপ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে পৌর পরিষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, সালাউদ্দিন সেতু, ওমর সিদ্দিক লালু, আক্তার কামাল, নুর মোহাম্মদ, সাহাব উদ্দিন সিকদার, ইয়াছমিন আকতার, জাহেদা আক্তার, পৌরসভার সচিব রাসেল চৌধুরী। এর আগে পৌরসভা মিলনায়তনের প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শাজাহান খান ও মেয়র মুজিবুর রহমান।

পাঠকের মতামত

কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ডাক্তার নার্সদের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

কক্সবাজারের বেসরকারি ইউনিয়ন হাসপাতালে ডাক্তার ও নার্সদের ভুল চিকিৎসায় মারা গেলো মহেশখালীর আফসানা হোসেন শীলা ...

টেকনাফ সীমান্তে সর্ববৃহৎ মাদকের চালান লুটপাট শীর্ষক সংবাদে একাংশের ব্যাখ্যা ও প্রতিবাদ

গত ১৯ এপ্রিল টেকনাফ সীমান্তের জনপ্রিয় অনলাইন টেকনাফ টুডে এবং গত ২১এপ্রিল টিটিএন সংবাদমাধ্যমসহ বিভিন্ন ...