প্রকাশিত: ১২/০৮/২০১৮ ৫:৪২ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
অস্ট্রেলিয়ার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তার বিষয়ে পর্যবেক্ষণ করেছেন।

রোববার (১২ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা গত ৬-৯ আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সফর করেছেন। তারা এ সময়ে অস্ট্রেলিয়া সরকারের দেওয়া সহায়তা প্রকল্প পর্যবেক্ষণ করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের এ দেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শনকালে রোহিঙ্গাদের সম্পর্কে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য শায়েন নিউম্যান বলেন, তারা কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে বসবাস করছে।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার রোহিঙ্গাদের জন্য ৭০ মিলিয়ন অস্ট্রোলীয় ডলার সহায়তা দিয়েছে।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...