প্রকাশিত: ২৬/০৪/২০১৮ ৬:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪১ এএম

নিউজ ডেস্ক::

যেসব রোহিঙ্গার কাছে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) থাকবে তাদের ওপর থেকে অভ্যন্তরীণ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত সপ্তাহে দেওয়া এ ঘোষণার তীব্র বিরোধিতা করেছে দেশটির প্রধান বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, তারা সংসদেও এর বিরোধিতা করে একটি প্রস্তাব তুলবে। প্রতিবাদে তারা দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছে। দেশটির ছোট বিরোধী দলগুলোও বলছে, এনভিসি কার্ডধারীদের মুক্তভাবে চলাচলের অধিকার দেওয়া হলে তা দেশের জন্য বিপজ্জনক হবে। খবর রেডিও ফ্রি এশিয়ার।

মঙ্গলবার ইয়াঙ্গুনে দলের প্রধান কার্যালয়ে ইউএসডিপির মুখপাত্র নানদা হদ্মা মিন্ট সাংবাদিকদের বলেন, এনভিসি কার্ডধারী রোহিঙ্গারা মুক্তভাবে চলাচল করলে তা দেশের জন্য বিপজ্জনক হবে।

পাঠকের মতামত