প্রকাশিত: ০৯/১২/২০১৯ ৮:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক :
রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে আসা বিপুল পরিমাণ রোহিঙ্গা অবস্থানের ফলে স্থানীয়দের মাঝে হা হুতাশ অবস্থা বিরাজ করেছে। দ্রব্যমূল্যে উর্ধগতির ফলে স্থানীয়দের জীবনযযাত্রা কঠিন হয়ে পড়েছে। রোহিঙ্গাদের কারণে এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আশেপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে চরমভাবে। এতে স্থানীয়রা আতংকের মধ্যে দিনানিপাত করছে। স্থানীয়দের বিবাদে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গাদের। এতে রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্পের বাইরে বেরিয়ে অপরাধ সংগঠিত করে আবার ক্যাম্পের ভেতরে চলে যাচ্ছে। এতে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। যদি কাটাতারের বেড়া নির্মান শুরু হয়েছে। তবুও স্থানীয়দের মাঝে আতংক কাটছেনা।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন,আতংকের কোন কারন নেই,আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। যে কোন থানার ডিউটি অফিসারের নাম্বারে কল করে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...