প্রকাশিত: ২০/১১/২০২০ ৯:০০ এএম


‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশকে আরও ৮৫০ কোটি টাকার সমান ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সাহাবুদ্দিন পাটোয়ারী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন চুক্তিতে সই করেন। বুধবার (১৮ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলেছে, রোহিঙ্গা ও সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন সেবা ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার জন্যই ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এই অনুদানে এই প্রকল্পের আওতায় ৮১ হাজার মানুষের জন্য ৪০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র, জলবায়ু সহনশীল রাস্তা, ৪ হাজার সৌর বিদ্যুৎচালিত সড়ক বাতি লাগনোসহ বেশকিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ অর্থায়ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়নে সহায়তা ও সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পে এই ১০০ মিলিয়নসহ মোট ২৬৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত