প্রকাশিত: ১৯/০১/২০১৯ ৯:১৩ এএম , আপডেট: ১৯/০১/২০১৯ ৯:১৩ এএম

নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সদস্য বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

আরাকান আর্মির সঙ্গে ডিসেম্বর থেকেই সেনাবাহিনীর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সীমান্তের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগ তুলে রাখাইনে নতুন অভিযান নামে মিয়ানমারের সেনারা। জাতিসংঘের হিসাবে, অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৫ হাজার বেসামরিক মানুষ গৃহহীন হয়েছে।

এর আগে, ২০১৭ সালের আগস্টে নিরাপত্তা চৌকিতে হামলার জেরে রাখাইনে অভিযান চালায় সেনারা। এতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

পাঠকের মতামত