প্রকাশিত: ১১/০৩/২০১৮ ২:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৬ এএম
আজ সকাল থেকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কুতুপালং থেকে পালংখালী পর্যন্ত শতশত যানবহন এভাবে যাজটের কবলে পড়ে।

হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম::

আজ সকাল থেকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কুতুপালং
থেকে পালংখালী পর্যন্ত শতশত যানবহন এভাবে যাজটের কবলে পড়ে।

ভোরের আলো ফুটার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়ক। কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া-টেকনাফ। লাখ লাখ রোহিঙ্গাদের সেবা দিতে এনজিও কর্মী, বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শ্রমিক, সাধারণ পথচারি সবমিলিয়ে একটি জনস্রোত। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্ভোগ। শেষ পর্যন্ত জনপথ হয়ে দাড়াঁয় জনদুর্ভোগের ক্ষেত্র। আর এ অবস্থা চলতে থাকে রাত অবধি। যানজটের কারণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া পালংখালি এই অংশে স্রেফ বিশ মিনিটের রাস্তা দুই ঘন্টায়ও পার হতে পারেন না যাত্রীরা।

এটি উখিয়া সদর স্টেশনের যাজটের নিত্য চিত্র

কোন কোন দিন উখিয়া সদর স্টেশন থেকে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত ছাড়িয়ে যায় এ যানজট। দীর্ঘ দিন ধরে এই চলা এই সমস্যা সমাধানে নেই কার্যকর কোনো ব্যবস্থা। ফলে এমন নাজুক অবস্থার ভুক্তভোগী হচ্ছে উখিয়ার ব্যবসায়ী, কোমলমতি ছাত্রছাত্রী, নিত্য পথচারি, গণপরিবহন যাত্রী, চালকসহ স্থানীয়রা। রোহিঙ্গাদের দেখতে দেশ-বিদেশের রাস্ট্রীয় মেহমান,শত শত এনজিওর গাড়ি ও পর্যটকবাহি যানবাহনে উখিয়ার রাস্তাটি ভিআইপি সড়কে পরিণত হয়েছে। মরিচ্যা স্টেশন, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী, পালংখালী ও থাইংখালী স্টেশনজুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পর্যটকদের আকর্ষণের জন্য সেন্টমার্টিন একটি উল্লেখযোগ্য স্থান। সেন্টমার্টিন যেতে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উখিয়া হয়ে টেকনাফ প্রবেশদ্বার। এই সড়ক দিয়ে কক্সবাজার জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ চট্রগ্রাম হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। শুধুমাত্র রোহিঙ্গাদের কারণে এই সড়কে যানজট প্রকোপ আকার ধারণ করেছে। এ সড়কে চলাচলকারী একাধিক যাত্রী আলাপকালে জানা যায়, যানজটের মাত্রা বৃদ্ধি পাওয়ায় চরম দুভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এসব সমস্যার মধ্যে আশা জাগা নিয়া হচ্ছে উল্লেখিত স্থানে ট্রাপিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও মাঝেমধ্যে র‌্যাবও যানজটের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশিদের পাসপোর্ট চেকআপসহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। এ ব্যাপারে দায়িত্বরত ট্রাপিক পুলিশের সাথে কথা হলে তারা বলেন,রোহিঙ্গাদের দেখতে প্রতিদিন দেশি-বিদেশি ভিআইপি জনদের আগমনে এই সড়ক সরগরম থাকে। যাত্রীদের গাড়ির তুলনায় এনজিওদের গাড়ির সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ার কারণেই উখিয়ায় যানজট সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য টমটমের চালক কিশোর ও অদক্ষ হওয়ার পাশাপাশি জনগনের সচেতনতা বৃদ্ধি হলে যানজট অনেকটাই নিরশন হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...