প্রকাশিত: ২১/১০/২০১৭ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৬ এএম

নিউজ ডেস্ক::
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন স্থাপনায় ভূমিধসে বাংলাদেশিসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরো ১১ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ইন্দোনেশীয়, বাংলাদেশি ও রোহিঙ্গা শ্রমিকরা রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহত বাংলাদেশি শ্রমিকদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে এর মধ্যে ৩ জন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

ভূমিধসের এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। এঁদের মধ্যে মালয়েশিয়ার একজন তত্ত্বাবধায়ক এবং ইন্দোনেশিয়া ও বাংলাদেশের শ্রমিক রয়েছেন। তবে কোন দেশের কতজন রয়েছেন সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিধসের পর ১৬০ জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারে কাজ করছেন। পুলিশ বলছে, তিন বাংলাদেশি ও মিয়ানমারের এক নাগরিকের লাশ ধ্বংসস্তূপ থেকে আজ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দুটি ৪৯ তলা বিল্ডিং নির্মাণের কাজ চলছিল বলে জানা গেছে।

পাঠকের মতামত