প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ১০:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১১ এএম

নিজস্ব প্রতিবেদক ::
বিষধর কিং কোবরা’র সাপ বাক্সের ভেতরে ঢুকিয়ে পাচারকালে ২ হাজার ইয়াবাসহ দুই সাপুড়েকে আটক করেছে হাইয়ে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ঢাকার সাভার এলাকায় পাচারকালে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ তল্লাশী চৌকি বসিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন, ঢাকার সাভার এলাকার সাজিদ আলীর ছেলে মো. বুরুজ মিয়া (৪৮) ও কছম মিয়ার ছেলে সাদেক মিয়া (৫০)।

বিষধর সাপের সঙ্গে ইয়াবা পাচারের ঘটনা বাংলাদেশে এটিই প্রথম বলে জানা পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, চকরিয়ার মালুমঘাট এলাকায় হাইওয়ে পুলিশের চৌকি দেখে বাস থেকে নেমে দু‘জন ব্যক্তি পায়ে হেঁটে যেতে থাকে। পুলিশের সন্দেহ হলে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা শেষে তাদের চকরিয়া থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...