প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৯:১৯ পিএম
1479217827গত এক বছরে স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা ফ্রিডম হাউজ এমন তথ্য জানিয়েছে। সোমবার ‘ফ্রিডম অন নেট ২০১৬’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।
তারা ৬৫টি দেশের ওপর পর্যবেক্ষণ চালায়। এতে বাংলাদেশ রয়েছে আংশিক মুক্ত দেশের তালিকায়। ফ্রিডম হাউজের বিচারে ইন্টারনেট ব‌্যবহারে স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের স্কোর এবার ১০০ তে ৫৬। কিন্তু গতবছরের প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ছিল ৫১। তার আগের বছর ৪৯।
সংস্থাটির মতে যে দেশের স্কোর যত বেশি ইন্টারনেট ব্যবহারে তারা ততো কম স্বাধীনতা ভোগ করে।
ফ্রিডম হাইজের প্রতিবেদন অনুযায়ী ৬ স্কোর নিয়ে ইন্টারনেটে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে এস্তোনিয়া ও আইসল্যান্ডের মানুষ। আর ৮৮ স্কোর নিয়ে তালিকার তলানিতে রয়েছে চীন। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোর মধ্যে ভারত এবং শ্রীলংকার অবস্থান আগে। অর্থাৎ ইন্টারনেট ব‌্যবহারে বাংলাদেশের চেয়ে তারা বেশি স্বাধীনতা ভোগ করছে। -c

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...