প্রকাশিত: ১২/০৪/২০১৮ ১০:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৫ এএম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকার অনলাইন তথা গুগল ও ফেসবুকে বিজ্ঞাপন প্রকাশের ওপর ট্যাক্স বসাবে। অর্থমন্ত্রী এএমএ মুহিত এ কথা জানিয়েছেন।

সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সঙ্গে বাজেট-পূর্ব আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী জাতীয় বাজেটে আমরা তাদের আয়ের ওপর কর বসাবো… ভারতসহ সবদেশের এই কর পরিশোধ করা হচ্ছে।’

অর্থমন্ত্রী জানান, দেশে বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন: ফেসবুক, ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউব ও সর্ববৃহৎ অনুসন্ধান ইঞ্জিন গুগল-এ বিজ্ঞাপন দিয়ে প্রচুর অর্থ আয় করা হচ্ছে। কিন্তু সরকার এ থেকে কোনো রাজস্ব পাচ্ছে না। দেশীয় গণমাধ্যম এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই সংবাদপত্র মালিকদের দাবির প্রেক্ষিতে এই মাধ্যমগুলোর বিজ্ঞাপনে কর বসানো হবে।

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এদেরকে করের আওতায় আনা হবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংবাদপত্র শিল্প মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ বিষয়ে কথা হয়। এতে বক্তারা ফেসবুক, ইউটিউব, গুগলকে করের আওতায় আনার আহ্বান জানান।

সভায় নোয়াবের সভাপতি মতিউর রহমান বলেন, ইউটিউব-ফেসবুকে অবাধ বিজ্ঞাপনের কারণে রাজস্ববঞ্চিত হতে হচ্ছে। ইউরোপসহ উন্নত বিশ্ব এমনকি ভারতেও এদের ওপর কর আরোপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে না।

তিনি বলেন, তারা প্রচুর পরিমাণ অর্থ আয় করে নিয়ে যাচ্ছে। অথচ সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এটা অবশ্যই করের আওতায় আনা উচিত।

সংবাদপত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার, করপোরেট কর হার হ্রাস, বিজ্ঞাপনের ওপর অগ্রিম আয়কর ও ভ্যাট প্রত্যাহার করতে হবে।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...