প্রকাশিত: ১৮/০৮/২০১৯ ২:১৬ পিএম

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেছেন, ‘রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে। এ নিয়ে বাংলাদেশ কোনো বিকল্প চিন্তা করছে না। যেকোনো সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে যেতে পারে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। রোহিঙ্গাদের নিজের স্বার্থেই তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিৎ।’

রোববার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ‘রোহিঙ্গা ক্রাইসিস: ওয়ে ফরোয়ার্ড’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি দেশের নিজ নিজ স্বার্থ আছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পদক্ষেপ নিয়ে যাচ্ছে। রোহিঙ্গারা ভাগ্যবান, কারণ তারা সবসময় বাংলাদেশে সব ধরনের মানবিক সহায়তা পেয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের নিজের স্বার্থেই তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিৎ।’

শহীদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী জাতিসংঘ সম্মেলনে এই ইস্যুটি জোরালোভাবে উত্থাপন করবেন। এটি একটি বিশ্ব সংকট। কিন্তু যারা এ সংকট সৃষ্টি করেছে তাদের জবাবদিহিতায় আনার জন্য এখনো বিশ্বে সব রকম কাঠামো তৈরি হয়নি। দিনশেষে প্রতিটি দেশেই তাদের নিজ দেশের স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেয়। এর পরেও আন্তর্জাতিকভাবে বেশ কিছু দেশ এ ইস্যুতে কাজ করে যাচ্ছে।’

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা সংকট যে মিয়ানমারের, সেটি তারা মানতেই চাচ্ছে না। বাংলাদেশ তার সাধ্যমত সবটুকু করছে, কিন্তু পশ্চিমের দেশগুলো এ বিষয়ে শুধু ভণ্ডামি করে চলেছে। এমন নির্মম ঘটনা রোহিঙ্গাদের ওপর নেমে এসেছে যেখানে গণহত্যা, নৃগোষ্ঠী নিশ্চিন্নকরণ, যুদ্ধাপরাধ সব ধরনের অপরাধই ঘটেছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়।’ তৃতীয় কোনো দেশে পুনর্বাসন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিস-এর চেয়ারম্যান মুন্সি ফয়েজ বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতেই হবে। এই সংকটের দ্রুত সমাধান চাই। একমাত্র সমাধান আছে তা হল, তাদের নিরাপদ, স্থায়ী ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়া। রোহিঙ্গাদের সব ধরনের রাজনৈতিক অধিকার দেওয়ার মধ্যেই এটির সমাধান হবে। এটি একমাত্র মিয়ানমারই করতে পারে। বাংলাদেশসহ সারা বিশ্ব তাদের শুধু সহযোগিতা করতে পারে।’

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...