প্রকাশিত: ২৬/০৯/২০১৮ ৩:৪০ পিএম , আপডেট: ২৬/০৯/২০১৮ ৫:০০ পিএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশ সরকারের সকল সেবাসমূহ, উন্নয়নমূলক কর্মকান্ডসমূহ প্রচারের নিমিত্তে উপজেলা নির্বাহী অফিসারের প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে মেগাস্ক্রিন। উক্ত মেগাস্ক্রিন স্থাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইওএম)। এই মেগাস্ক্রিন স্থাপন করার জন্য যার অতুলনীয় পরিকল্পনা ও সবসময়ের মত আপ্রাণ চেষ্টা ছিল সে হল টেকনাফ উপজেলার পুরো চেহারা উন্নয়নের ছোয়ায় পরিবর্তনকারী, মহৎ মানুষ, সৎ মানুষ, চট্রলার সন্তান, টেকনাফ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান। মেগাস্ক্রিনের বড় পর্দায় মাগরিবের সময় বাংলাদেশের খেলা দেখার সময় প্রচুর ভীড় করা জনসাধারণের মধ্য থেকে একজন স্ব-ইচ্ছায় প্রতিবেদকের পরিচয় জেনে বলেন, এইরকম ইউএনও স্যার পেয়ে আমি ও আমরা টেকনাফবাসী সত্যিই গর্বিত। যিনি সবসময় উপজেলাবাসীর উন্নয়ন ও তাদের সুখের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। এছাড়া বাসায় টিভি না থাকায় আমি কোন সময় খেলা দেখতে পারতাম না। পরে ইউএনও স্যার মেগাস্ক্রিনের ব্যবস্থা করেছে জেনে খেলা দেখার জন্য এখানে চলে এসেছি। অবশেষে আমি ও সকলে ইউএনও স্যারের জন্য দীর্ঘ হায়াত দান করে আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি।

পাঠকের মতামত