প্রকাশিত: ০৯/০৮/২০১৯ ১০:২১ এএম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার্থীরা ৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের টাকা জমা দিতে পারবে ২২ আগস্ট পর্যন্ত।
বৃহস্পতিবরা এক বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা যায়, গেল ৩০ জুলাই থেকে অনলাইনে ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। শেষ হয় ৫ আগস্ট। ৬ আগস্ট পর্যন্ত ছিল বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের টাকা জমা দেয়ার সময়। আর ৮ অগাস্ট থেকে আবার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করল বোর্ড।

প্রসঙ্গত, পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা দিতে হবে প্রতি পরীক্ষার্থীকে। এছাড়া ১৫০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...