প্রকাশিত: ২১/১১/২০১৭ ১০:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৭ এএম

রিয়াজুল হাসান খোকন ,বাহারছড়া::
কক্সবাজারের উপকূলীয় উখিয়া – টেকনাফ এলাকায় এই বছর অতীতের তুলনায় আমন ধানের স্বরণ কালের বাম্পার ফলন হয়েছে।আর এ নিয়ে উপকূলীয় এলাকায় কৃষকদের মাঝে মনে আনন্দ ও মুখে হাসি ফুটেছে। তারা বলেন বৈরী আবাহাওয়া ঠিক থাকার কারণে এই বছর আমন ধানের ফসল বেশী হয়েছে। তবে কিছু দিন আগে মাঠে আমন ধান পাকার সময় কয়েকটি প্রাকৃতিক দূর্যোগের সংকেতে তাদের মনে অনেক শঙ্কা ছিল বলেও জানান। আর সময় মত ,কীট নাশক, ভাল বীজ ও সার প্রয়োগের কারণে এই বছর অতীতের তুলনায় বাম্পার ফলন হয়েছে বলে জানান উপকূলীয় এলাকার কৃষকেরা । আর এখন উখিয়া-টেকনাফে উপকূলীয় এলাকায় ধান চাষযোগ্য জমি গুলো নবান্ন আমন ধানে ভরে গেছে। তবে অনেক কৃষক অভিযোগ করেন আমরা লেখা পড়া জানিনা, এবং চাষ সম্পর্কে তেমন বেশী কিছু বুঝিনা,কিন্তু যারা সরকারী ভাবে আমাদের এলাকায় কৃষি কর্মকর্তা আছে তারা কেউ মাঠ পর্যায়ে আমাদের কে পরামর্শ বা সহায়তা দিতে আসেনা। এমন কী সারা বছর মিলেও তাদের একবার দেখা মেলেনা। আর এখন উখিয়া -টেকনাফ উপকূলীয় এলাকায় ফসলের পাকা ধান কাটা শুরু হয়েছে, এবং কৃষকেরা তাদের পাকা ধান নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে, অন্যদিকে নবান্ন চাউলের পিঠা বানাতে ব্যস্ত কৃষানিরা। এমন কয়েকটি ঘরে গিয়ে দেখা যায় বেশী ভাগ কৃষানিরা আনন্দের সাথে নতুন চাউল গুড়ি করে শিতল পিঠা, শীত কালীন ভাপা পিঠা বানাতে ব্যস্ত। আর অন্য দিকে সরকারের কাছে গরীব কৃষকদের একটি আবেদন সার, বীজ,ও কীট নাশকের দাম যেন আরও একটু নমনীয় হয়, কারণ একটি দেশের আর্থ সামাজিক ও অর্থনীতি উন্নয়নে বিশাল ভূমিকা রাখে কৃষি ব্যবস্থা। একটি দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষি ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই, তাই অনেক বর্গা চাষী বলেন আমরা জমির মালিকদের কাছ থেকে অনেক টাকা দামে জমি বর্গা নিয়া চাষাবাদ করি, এবং সার,বীজ,কীটনাশক খরচ মিলালে আমাদের বিঘার প্রতি অনেক টাকা ব্যয় হয়ে যায়, যেটা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তাই সরকারি ভাবে একটি সুনিদ্রিষ্ঠ বর্গা জমির দাম, সার, কীটনাশক,ও ধান বীজের দাম যেন আরো একটু নাগালের ভিতরে রাখে তার দাবী জানান উপকূলীয় এলাকার কৃষকেরা।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...