প্রকাশিত: ০৯/০৬/২০১৮ ১২:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৩ এএম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

শনিবার (৯ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত দুজন কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির যাত্রী ছিলেন। অন্যদিকে দুর্ঘটনাকবলিত সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেছে। ফায়ার সার্ভিসের টিম এসে হতাহতদের মাইক্রোবাস থেকে বের করে। পরে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে সরানো হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সাতকানিয়ার আব্দুর রাজ্জাক (৩৫) এবং নাসরিন সুলতানা (২৮)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

পাঠকের মতামত