প্রকাশিত: ০৯/০৯/২০১৮ ৯:১১ এএম

নিউজ ডেস্ক::
বন্দর নগরীতে প্রথম উদ্যান উদ্বোধন করে সেটি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন পার্কটির উদ্যোক্তা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শনিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে জাম্বুরি পার্কের উদ্বোধন করেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকার রমনা পার্কের চেয়েও দৃষ্টিনন্দন এই পার্ক। পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এখানে আপনারা হাঁটবেন, স্বাস্থ্যকর পরিবেশে। এখানে বসে ধুমপান করতে পারবে না। কিংবা মাদক খাওয়া যাবে না। এখানে গোসল করবেন না; বাদাম খেয়ে খোসা ফেলবেন না। পার্ককে সুন্দর রাখতে সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি বলেন, পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। রমনা পার্কে আগে সকাল বিকাল খাওয়া দাওয়া হত। বছরে ৩০টা মেলা হত। পরিবেশবাদীদের সাথে বসে সব বন্ধ করে দিয়েছি। সেখ

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...