প্রকাশিত: ১৭/০১/২০১৭ ৬:৫৭ পিএম , আপডেট: ১৭/০১/২০১৭ ৭:৫৮ পিএম

রফিক মাহমুদ, উখিয়া ::

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ের মরিচ্যা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে একই স্কুলের একাধিক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় অভিভাবক সহ সচেতন মহলের অভিযোগের ভিক্তিতে উক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রাথমিক তদন্তে যৌন হয়রানির আলামত পাওয়া গেছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর জানিয়েছেন।
গত সোমবার সকাল ১০ টার দিকে অভিবাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে অভিযুক্ত সহকারী শিক্ষককে ব্যাপক জিজ্ঞাাসাবাদ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোক্তার আহম্মদ। মরিচ্যা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর একাধিক শিক্ষার্থীদের সাথে জোর পূর্বক যৌন হয়রানি সহ হুমকি ধমকি দিয়ে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত শিক্ষক মুজিবুর রহমান। এরি প্রেক্ষিতে সম্প্রতি ৫ম শ্রেনীর কয়েকজন শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থনীয় সচেতন মহল সহকারী শিক্ষক মুজিবুর রহমানের শান্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার উক্ত অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন। গত সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার সরজমিনে স্কুলটিতে গেলে শতাধিক ছাত্রীরা তার যৌন হয়রানির কর্মকান্ডের কথা তোলে ধরেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শান্তি দাবী করেন বলে জানা গেছে। এদিকে যৌন হয়রানির কর্মকান্ডকে ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল মোটা অংকের মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিবাবকরা অভিযোগ করে জানান। তদন্তকারী কর্মকর্তা সুব্রত কুমার ধর সাংবাদিকদের জানান, তদন্ত কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক মুজিবুর রহমান তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবী করেন।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...