প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ১০:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১১ এএম

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি
কুমিল্লা থেকে ইয়াবার চালান নিতে এসে উখিয়ার কুতুপালং বাজার থেকে দুর্বৃত্তরা অপহরণ করেছে দুই ইয়াবাকারবারীকে। দুর্বৃত্তরা তাদের বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অপহরণ করে ঘুমধুমের গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাদের হাতে থাকা ১৫ হাজার টাকা মুল্যের দুটি মোবাইল ছিনিয়ে নেয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে দুর্বৃত্তরা। অপহ্নতদের এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয় তারা। ওই রাতে ৩ টারদিকে গ্রামবাসীর সহযোগিতায় ঘুমধুম পুলিশ অপহ্নতদের উদ্ধার ও অপহরণকারী ঘুমধুম বড়বিল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল লতিফকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
অপহ্নত ইয়াবাকারবারী চট্রগ্রামের সন্দীপ থানার মুছাপুর গ্রামের ডাঃ আব্দুল মন্নানের ছেলে মোঃ মু্ক্তাদির রহমান (২৫) ও কুমিল্লা লাঙ্গলকোটের মোঃ লকিয়তুল্লাহর ছেলে মোঃ সেলিম (২৫) জানান, তারা দুই বন্ধু কুতুপালং বাজারে আসলে ঘুমধুম মগঘাট গ্রামের মৃত আলী আকবরের ছেলে আনোয়ার (৩৫),ইমাম শরিফের ছেলে এরশাদুল হক (২৫), আজুখাইয়া গ্রামের আলী হোছনের ছেলে আমিন (২২) সহ অপরাপর ৬/৭ জন দুর্বৃত্ত তাদেরকে ইয়াবা বিক্রির কথা বলে ঘুমধুমের করালাবনিয়া গভীর জঙ্গলে নিয়ে হাত পা বেঁধে দুই লাখ টাকা মুক্তিপণের জন্য পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমন চৌধুরীর নির্দেশে এক দল পুলিশ গ্রামবাসী নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে অপহ্নতদের উদ্ধার করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত