প্রকাশিত: ০৮/১১/২০১৮ ৬:৪৫ পিএম , আপডেট: ০৮/১১/২০১৮ ৬:৫৬ পিএম
অগ্নিকান্ডের ঘটনাস্থ পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি::

অগ্নিকান্ডের ঘটনাস্থ পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ২ জন আহত ও ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮ টায় পাতাবাড়ী বাজারের কামাল সাওদাগরের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পাতাবাড়ী বাজারের ডাঃ সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জনৈক কামাল সাওদাগরের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস

এতে প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।  পরে উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় অগ্নিকান্ডে গুরুতর আহত হয়েছে মোঃ ফোরকান ও কামাল সাওদাগর। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনাস্থ পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

 

পাঠকের মতামত