প্রকাশিত: ১৩/০২/২০২০ ৮:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ মর্গে রাখা রয়েছে।
এদিকে ট্রলারডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালাচ্ছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া নয়জন রোহিঙ্গার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ ...