প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৮:১৫ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঋণ গ্রহীতার কাছ থেকে জোর করে কিস্তির টাকা আদায় করার অভিযোগে একটি ঋণ দানকারী বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও ইসমত আরা বলেন, ‘গত ২৩ জুন এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে- ‘‘করোনাভাইরাস মহামারির মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনজিওর সদস্য/গ্রাহককে ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে জোর/বাধ্য করা যাবে না।’’ তারপরও বৃহস্পতিবার সকালে উপজেলার দস্যূ নারায়ণপুর গ্রামে বেসরকারি সংস্থা ‘‘সেবা’’র ঋণগ্রহীতা হোসেন আলীর বাড়িতে গিয়ে তার কাছে ওই এনজিওর কর্মীরা কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দেন।’

ইউএনও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে ওই এনজিওর ব্যবস্থাপক নাজমুল হাসানকে ডেকে আনা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং নাজমুল হাসানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...