প্রকাশিত: ২১/০১/২০২০ ২:৩২ পিএম , আপডেট: ২১/০১/২০২০ ২:৩২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের জেলার জন্ম নিবন্ধন সার্ভার এখনো খুলে দেওয়া হয়নি। জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার ব্যাপারে সোমবার ২০ জানুয়ারি জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা, সংশ্লিষ্ট অফিসারদের নিয়ে একটা সচেতনতামূলক সভা হয়েছে। সভায় জন্ম নিবন্ধন সার্ভার খুলে দিলে তা ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার বিষয় সহ আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জন্ম মৃত্যু রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিভাগ গুলো জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার ব্যাপারে সকল প্রক্রিয়া সম্পন্ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষ সার্ভার খুলে দেওয়ার ব্যাপারে পত্র দিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর গুলোকে জানিয়ে দেবেন।

কক্সবাজারের জেলার জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়া হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন একথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, গত ১৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জন্ম নিবন্ধন সংক্রান্ত আন্ত: মন্ত্রনালয়ের এক সভায় দীর্ঘ প্রায় ২৯ মাস ধরে বন্ধ থাকা কক্সবাজার জেলার জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সভায় জন্মনিবন্ধন সার্ভার বিগত প্রায় আড়াই বছর ধরে বন্ধ থাকায় স্থানীয় জনসাধারণের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ হেলালুদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার জেনারেল জন্মমৃত্যু-কে সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসন থেকে পত্র দেওয়া হয়। এ পত্রের ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নিয়মিত জোর তদবির করতে থাকেন। এ পত্রের প্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জন্ম নিবন্ধন সংক্রান্ত আন্ত: মন্ত্রনালয়ের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার গুরুত্ব তুলে ধরে তাঁর প্রেরিত পত্রের প্রস্তাবানা পেশ করেন। সভায় উপস্থিত সকলে বিষয়টি আলোচনা করে কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করেন। জেলা প্রশাসক সিবিএন-কে আরো জানিয়েছেন, সভার কার্যবিবরনী পাশ হওয়ার পর পরই দ্রুততম সময়ে কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়া হবে ইনশাল্লাহ।

কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়া দেওয়া হয়েছে মর্মে কোন খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রী সন্তান রেখে স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস.এম. রাজু হোসেনকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগে এলাকায় তোলপাড় ...

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...