প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৪:৩৫ পিএম

চিকিৎসক ও নার্সদের পাশে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের স্বেচ্ছাশ্রমে সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সঙ্গীতা বিশ্বাস। বুধবার (২৫ মার্চ) তিনি বলেছেন, করোনাক্রান্ত রোগীদের সেবা করার জন্য আমি প্রস্তুত। এসময় তিনি ০১৭৬৬২৬১১৯৩ নাম্বারটি দিয়ে বলেন, যদি কারো সেবার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন দিলেই হবে। করোনাক্রান্তদের সেবা করতে চান বলে ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইন থেকে ষ্ট্যাটাসও দেন।

‘করোনা ভাইরাস’ নামক এক এক ঝড়ে সব যখন তছনছ করে দিয়েছে এবং এই সময় কোনো কোনো চিকিৎসকের বিরুদ্ধে যখন ভয়ে করোনা রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে তখন এমন স্বেচ্ছাশ্রমে সেবার মানসিকতা ইতিবাচক বলে জানিয়েছেন শিক্ষকরা। সঙ্গীতা বিশ্বাস স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য।

জানতে চাইলে স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেছেন, শিক্ষিকা সঙ্গীতা বিশ্বাস আবারো প্রমাণ করেছেন সবকিছুর উর্ধ্বে মানবতা, মানুষ মানুষের জন্য। তিনি আমাদের শিক্ষক সমাজের অহংকার।

অন্যান্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঙ্গীতা বিশ্বাসের মত সাহস করে আমরাও এগিয়ে আসি। আমরা বীরের জাতি। একাত্তরে যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা কোনো দুর্যোগের কাছে পরাজিত হতে পারি না। উল্লেখ্য সঙ্গীতা বিশ্বাসের স্বামী ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস ঢাকার অগ্রণী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক। সঙ্গীতা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...