প্রকাশিত: ০৩/০৮/২০২২ ৮:১৯ এএম , আপডেট: ০৩/০৮/২০২২ ১২:৫০ পিএম


কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটল জোনস্থ এঞ্জেল টাচ থাই স্পাতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৫ জন কে গ্রেফতার করে কক্সবাজার গোয়েন্দা পুলিশ।
সোমবার (০১অগাস্ট) রাত ৯টা ২০ মিনিটের সময় কক্সবাজার শহর কলাতলী হোটেল-মোটেল জোনস্থ হোটেল হোয়াইট বীচ এর ৩য় তলায় এঞ্জেল টাচ থাই স্পাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার গোয়েন্দা পুলিশ ও

কক্সবাজার সদর মডেল থানার পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ৪জন পুরুষ ও ১১জন নারী সহ সর্বমোট ১৫ জনকে আটক করে পুলিশ।

আটককৃত হলো, উখিয়ার জাহেদ(২৪), উখিয়া জালিয়াপালং এলাকার আবুল কাশেমের পুত্র মিজানুর রহমান(২১), চাঁপাইনবাবগঞ্জের মাস্টার পাড়া এলাকার রাযহান আলীর পুত্র আলমগীর(৩৫), চট্টগ্রাম এসিদত্ত লেইন নজু মিয়া লাইন এলাকার মৃত এ্যানথোনি রিবাপের স্ত্রী জুলি আক্তার(৩৭),খুলনা সিঙ্গার চর এলাকার মোশারফ হোসেনের কন্যা মোর্শেদা আক্তার (২৪), চট্টগ্রাম সাতকানিয়া খবির নগর এলাকার মোঃ সুমনের স্ত্রী রেশমি সুলতানা(২২), বি-বাড়িয়া দরিকান্দি এলাকার মাসুদ কামালের কন্যা শিল্পী আক্তার(৩৮), শেরপুর আমদায়ীয়া দানিয়া পাড়ার হায়দার আলীর কন্যা কুলসুমা আক্তার(১৯), খুলনা মহেস্ত পাশা নয়াপাড়া এলাকার মহিউদ্দিন তুহিনের স্ত্রী দিপা মনি রেশমি(৩০), গাজীপুর আদর্শ পাড়া এলাকার রহিমের স্ত্রী সাবিনা বেগম(২২), যশোর নয়াপাড়া অভয় নগর এলাকার নজরুল ইসলামের কন্যা অরিন আফরোজা(২৭), রাঙ্গামাটি বরইছড়ি চিতমরণ এলাকার ছমির আলীর কন্যা পারভীন আক্তার(২৬), খুলনা সিতরামপুর এলাকার হাবিবুর রহমানের কন্যা ইয়াসমিন আক্তার(২৫),ঝালকাঠি নান্দিকাটি এলাকার হাবিবুর রহমানের কন্যা পারভিন সুলতানা(৩৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোঃ আব্দুল হালিম বলেন, আটককৃতদের প্রথমিক তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে, আসামীদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে দুপুর ১টার সময় কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার হোটেল-মোটেল জোনস্থ হোটেল হোয়াইট বীচ এর ৩য় তলায় ২০৯ নং ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় কতিপয় নারী ও পুরুষ অশালীন পোষাক পরিহিত অবস্থায় গান-বাজনা করতেছিল। অভিযানকালে হোটেলের নীচ তলা থেকে ৩য় তলায় উঠানামাসহ নারী দ্বারা পুরুষের শরীর ম্যাসেজ করে জনসাধারণের বিরুক্তিকর কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গত (অগাস্ট ০১) রাত ১১টা ৪৫ মিনিটের সময় ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়। সৌজন্যে, দৈনিক আপনকন্ঠ

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...