প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ৯:৫০ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারে সৈকতে ডায়বেটিক পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গলবার ভোরে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত মোস্তফা ভুলু শহরের পাহাড়তলী এলাকার হাজী জহির আহমদের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য একটি সিন্ডিকেট ওই পয়েন্টে আসছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ সৈয়দ মোস্তফা ভুলুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...