প্রকাশিত: ০৯/১০/২০১৯ ৭:০৩ পিএম

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের শাস্তির দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বেশি আহত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় শহরের প্রধান সড়কের লালদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন রিপন দাবি করেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কের লালদিঘির পাড় এলাকায় অবস্থান করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। লাঠিচার্জে ১১ নেতাকর্মী আহত হয়। সিবিএন

বিস্তারিত আসছে…..

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...