প্রকাশিত: ১৪/০৫/২০২২ ৩:১৪ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। শুক্রবার (১৩ মে) বিকালে ইউনিয়নের আবদুল মান্নানের পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম।

ইউপি চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, ‌আবদুল মান্নান মাছ ধরার জন্য শুক্রবার পুকুরে সেচ মেশিন বসান। বিকালে বড় মাছধরার জন্য জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। এ সময় জালে ওঠে ৩৫টি ইলিশ।’

তিনি আরও বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে ঢুকেছে বলে আমাদের ধারণা।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে প্রবেশ করে। মাছগুলো প্রাকৃতিকভাবে জোয়ারের পানিতে এসেছে এবং প্রাকৃতিকভাবে পুকুরের পানিতে বেঁচে ছিল।’

পুকুরের পানিতে ইলিশ মাছ চাষের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক বছর আগে বরগুনায় পুকুরে চাষ করা হলে, সেগুলো পাওয়া যায়নি। তবে ইলিশ মাছ চাষের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত

সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নেইউখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি অফিস, এনজিও সংস্থা, হাসপাতাল, ক্লিনিক, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ...

প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ ...