প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ১২:৩০ পিএম

pak-couple_21335_1470460512আল্লাহর নাম উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো এক মুসলিম দম্পতিকে। প্যারিসে এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ারের কর্মীরা। খবর পিটিআইয়ের।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মার্কিন মুসলিমদের মধ্যে। ডেল্টা এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।

জানা যায়, পাকিস্তানি বংশোদ্ভূত ফয়সাল-নাজিয়া দম্পতি আমেরিকার সিনসিনাটিতে থাকেন। দশম বিবাহবার্ষিকীতে ফয়সাল চমকে দেয়ার মতো উপহার দিয়েছিলেন নাজিয়াকে- প্যারিস বেড়াতে যাওয়ার টিকিট। কয়েকটা অসামান্য দিন প্যারিসে কাটিয়ে ডেল্টা এয়ারলাইন্সের প্লেনে চড়ে বসেছিলেন নাজিয়া-ফয়সাল।

কিন্তু আর সুখকর রইল না দশম বিবাহবার্ষিকীটা। ওই দম্পতির বলেন, প্লেনে ওঠার পর থেকেই তাদের ওপর নজর রাখছিলেন বিমানের এক কর্মী। ফয়সাল আলীকে দেখে বিমানকর্মীর মনে হয় তিনি ঘামছেন। তার ৩৪ বছর বয়সী স্ত্রী নাজিয়াকে কানে ইয়ারফোন গুঁজতে দেখে সন্দেহটা আরও বাড়ে। এর পর তাদের মুখে ‘আল্লাহ’ শব্দটাও শোনা যায়।

এ খবর পাইলটকে পৌঁছানো হয়। পাইলটও ধরে নেন, এসএমএস পাঠানো, কানে ইয়ারফোন গোঁজা, ঘেমে যাওয়া, আল্লাহ বলা- এসব নাশকতার প্রস্তুতিরই লক্ষণ। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাইলট জানিয়ে দেন, নাজিয়া-ফয়সালকে নামিয়ে দেয়া না হলে তিনি টেক-অফ করবেন না। সঙ্গে সঙ্গে বিমানে পৌঁছে গ্রাউন্ড এজেন্ট। নাজিয়া-ফয়সালের কাছে গিয়ে তিনি জানান, তাদের নামতে হবে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...