গ্রেপ্তার ২ রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞান করে মা-মেয়েকে ধর্ষণ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা ও তার কিশোরী মেয়েকে অজ্ঞান ...
ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) কক্সবাজার সদরে ৩১ জন করোনা পজিটিভ রিপোর্টের মধ্যে তারটিও আছে।
কাউন্সিলর মিজান নিজেই তার করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ মে তার করোনার স্যাম্পল জমা দিয়েছিলেন। তবে, তিনি সুস্থ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, ‘হে মহান আল্লাহ মানবতার সেবায় নিজেকে উৎসর্গ। মানবতার সেবা করতে গিয়ে আজ নিজেই করোনাভাইরাস আক্রান্ত। বর্তমান আমি স্বাভাবিক অবস্থায় আছি। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন।’
পাঠকের মতামত