ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৮/২০২২ ৪:১৬ পিএম

মাত্র ৭ মাসে ত্রিশপারা কুরআন মুখস্ত (হিফজ) করলেন কক্সবাজার দারুল আরক্বম মহিলা হিফয মাদরাসার ৯ বছর বয়সী ছাত্রী তাসনিম ইলমা রিজা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তার সর্বশেষ সবক শুনেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজারের সভাপতি শায়খ ক্বারী জহিরুল হক এবং মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।

এরপর সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তাসনিম ইলমা রিজা কক্সবাজার সদরের পিএমখালীর মাউজপাড়ার ইমতিয়াজ সোলতান দানুর মেয়ে।

শিক্ষিকা আলিমা হাফেজা আজিজা আল হুসনা হানানের সরাসরি তত্তাবধানে তাসনিম ইলমা রিজা ৭ মাসেই পরিপূর্ণ হিফয সমাপ্ত করেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দারুল আরক্বম মহিলা হিফজ মাদরাসা কক্সবাজার শহরের সর্বপ্রথম হিফয প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ফায়সাল টাওয়ারের ৮ ম তলায় অবস্থিত।

পাঠকের মতামত

আবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাস

রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক আবারও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ...