সীমান্তে শিশু গুলিবিদ্ধ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিতে বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় ...

আজ গণহত্যা দিবসে সারা দেশে পালন করা হলো প্রতীকী ‘ব্ল্যাকআউট’। শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য নিভে যায় বাতি। এর মাধ্যমে কালরাতের বিভীষিকাকে স্মরণ করলো জাতি।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তবে কেপিআই এবং জরুরি স্থাপনা কর্মসূচির আওতামুক্ত ছিল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবসে রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।
পাঠকের মতামত