প্রকাশিত: ২১/০৯/২০১৯ ৭:০৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:
দল ও সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে দলকে আগাছামুক্ত করতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজরা সাবধান হয়ে যাও, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘শেখ হাসিনা ও তার সরকার এদেশের জনগণের সাথে রয়েছে। বিশেষ করে টেকনাফবাসী যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের পাশে শেখ হাসিনা রয়েছেন।’

‘‘বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশে বসে সরকারকে হটানোর চেষ্টা করছে। গত দু বছরে তারা দেশের বিরুদ্ধে বিদেশে বিভিন্ন রকম নালিশ করলেও রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলেনি। এখন তারা মিয়ানমারের হাতে অজুহাতের অস্ত্র তুলে দিচ্ছে রোহিঙ্গাদের না ফেরাতে।’’

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কিছু এনজিওকেও সতর্ক করে তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে কাজ করলে, তাদের অবস্থা ভালো হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কক্সবাজারে আজ থেকে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ঢাকার বাইরের সম্মেলন শুরু হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...