প্রকাশিত: ২২/১০/২০১৯ ৮:০৬ পিএম

রোহিঙ্গাদের ফেরার জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে দেশটির নেতা অং সান সু চি’র প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সোমবার (২২ অক্টোবর) জাপানের টোকিওতে সু চি’র সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

‘রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মিয়ানমার সরকার এবং সেনা কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।’ আবে-সু চি’র বৈঠক শেষে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, মিয়ানমারে সামরিক অভিযান থেকে বাঁচতে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে যায় এবং তাদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী সুরক্ষার সন্ধানে বাংলাদেশে পালিছে। রোহিঙ্গাদের মিয়ানমারে রাষ্ট্রহীন মানুষ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে তারা কয়েক দশক ধরে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...