প্রকাশিত: ০৪/০৪/২০১৭ ৮:১৮ এএম

রফিক মাহমুদ, উখিয়া::

সেভ দ্য সিলড্রেন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর মার্ক টেইলর পিয়ার্স কক্সবাজারের উখিয়া কুতুপালং এর ভিবিন্ন স্থান পরিদশর্ন বরেছেন। পরিদশর্ন শেষে রোহিঙ্গা শিবির ও তার আশে পাশে অবস্থান নেওয়া আশ্রিত রোহিঙ্গা শিশুদের অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন। আলাপকালে তিনি মিয়নমারে সে দেশের সেনাবাহিনীর নির্যতনের শিকার নারী ও শিশুদের খোঁজ খবর নেন এবং অবেহেলিত শিশুদের পাশে থাকারও আস্বস্ত করেন। তিনি পরিদশর্ন উপলক্ষে গত ২ এপ্রিল বিকালে কক্সবাজার এসে পৌছান। তিনি গতকাল ৩ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া এলাকায় রাখাইন ডেভলাপমেন্ট ফাউন্ডেশন (আর ডি এফ) ইএলসিএমইসি প্রজেক্টের ইসিসিডি সেন্টার পরিদশর্নে আসেন। পরিদশর্ন শেষে আর ডি এফ এর কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের পাশাপাশি স্থানিয় বাংলাদেশি কমিউনিটির সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াঁতে হবে। কারন শিশুদের কোন জাতী নেই, ধর্ম নেই, তারা সকলেই শিশু। শিশুদের অধিকার দেওয়া সকলের দায়িত্ব। মার্ক টেইলর বলেন, পৃাথিবীর প্রতিটি শিশুর বেচেঁ থাকার ও জ্ঞান অর্জনের অধিকার রয়েছে। স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। আরডিএফ এর কার্যক্রম ও রোহিঙ্গা শিবির পরিদশর্নের সময় তার সাথে ছিলেন, সেভ দ্য সিলড্রেন সেক্টর ডিরেক্টর মোস্তাক হোসেন, শিশু ক্ষমতায়ন প্রজেক্ট এর প্রতিনিধি মেহেরুন নাহর স্বপ্না, কক্সবাজার প্রতিনিধি ও শিশু ক্ষমতায়ন প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা, প্রজেক্ট অফিসার মনিরউজ্জমান খান, আর ডি এফ প্রজেক্ট কো-অডিনেটর দুলাল করিম, উখিয়া উপজেলা প্রজেক্ট অফিসার রেজাউল করিম, টেকনাফ উপজেলার প্রজেক্ট অফিসার রফিক উদ্দিন সহ আর ডি এফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...