প্রকাশিত: ১৬/০৭/২০১৯ ৯:৩৮ এএম

মায়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধ তদন্ত করতে ৫ দিনের সফরে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৬ জুলাই) আইসিসির প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইসিসির উপকৌঁসুলি জেমস স্টুয়ার্ট প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের তথ্যানুসন্ধানকারী দল রোহিঙ্গাদের ওপর গণহত্যা আর মানবতাবিরোধী অভিযান চালিয়ে রাখাইন থেকে তাড়িয়ে দেওয়ার প্রাথমিক আলামত খুঁজে পায়। এরপর আদালতের কৌঁসুলি ফেতু বেনসুদা নিয়ে তদন্ত শুরু করার জন্য আইসিসির অনুমতি চান।

তদন্তের সঙ্গে যুক্ত কাজগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে আসছেন আইসিসির এই প্রতিনিধি দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দলটি সফরকালে আইসিসির কর্মকর্তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। এছাড়া আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। একই সঙ্গে তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তদন্তের বিষয়ে কথা বলবেন।

প্রসঙ্গত, মায়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জোর করে মিয়ানমার থেকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানবতাবিরোধী হয়েছে কি-না তা নিয়ে আইনি মত চেয়ে দিতে ২০১৮ সালের ৯ এপ্রিল প্রাক-শুনানি আদালতে আবেদন জানান ফেতু বেনসুদা। এর দু’মাস পরে ওই বছরের জুনে আইসিসির অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে পর্যবেক্ষণ পাঠায় বাংলাদেশ। তবে রোম সনদে স্বাক্ষর করেনি বলে আইসিসিতে কোনো পর্যবেক্ষণ না পাঠানোর সিদ্ধান্ত জানায় মিয়ানমার। এ নিয়ে আইসিসির কাজ করার এখতিয়ার নেই বলেও বিবৃতি দেয় দেশটি।

পাঠকের মতামত

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...